
রাজধানীর সবুজবাগের বেগুনবাড়ি গ্রীন মডেল টাউনে বিধান মণ্ডল (১৯) নামে এক অটোরিকশা চালককে হত্যা করে রিকশা নিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
রবিবার (১ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সবুজ থানার এসআই মোহাম্মদ এনামুল হক মিঠু জানান, রাতে আমরা খবর পেয়ে সবুজবাগের বেগুনবাড়ি গ্রীন মডেল টাউনের একটি খালি প্লট থেকে ব্যাটারি চালিত অটো রিকশাচালক বিধান মণ্ডলের মরদেহ উদ্ধার করি। পরে আইনের প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের মাথার পিছন দিকটা থেতলানো ছিল এবং থুতনিতে আঁচড়ের দাগ ছিল। তবে ধারণ করা হচ্ছে ছিনতাইকারীরা রিকশাটির জন্য হয়তো তাকে হত্যা করে রিকশা নিয়ে পালিয়ে যায়।
নিহতের খালাতো ভাই সুজন মন্ডল জানান, নিহত বিধান মন্ডেল বাবা মাত্র কিছুদিন আগে তার ছেলেকে রিকশাটি কিনে দেন গতকাল রবিবার সন্ধ্যার দিকে খাবার খেয়ে বাসা থেকে বের হয় এরপর আর বাসায় ফেরেনি পরে আমরা খোঁজাখুঁজি করেও কোথাও পাইনি পরে পুলিশের মাধ্যমে সংবাদ পেয়ে থানায় গিয়ে লাশ শনাক্ত করি। নিহতের পিতা মহাদেব মন্ডল তাদের বাসা ডেমরা ৭০ নম্বর ওয়ার্ড কায়েতপাড়া এলাকায়।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]