বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ভ্যানচালকের সাড়ে ৪ মাস পর মরদেহ উত্তোলন
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ২১:১৬
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ভ্যানচালকের সাড়ে ৪ মাস পর মরদেহ উত্তোলন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর বাড্ডার প্রগতি সরণিতে বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনের সময় গুলিতে নিহত ভ‍্যানচালক হাফিজুল শিকদার (২৯ বছর) বয়সী এর মরদেহ ৪ মাস ১৪ দিন পর ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।


১ ডিসেম্বর, রবিবার দুপুরের দিকে তার মরদেহ কবর থেকে তোলা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।


সুরতহাল প্রস্তুতকারক (সিআইডির) পুলিশ পরিদর্শক রিজুয়ানুল হক জানান, গত জুলাই মাসের ২০ তারিখে বাড্ডার প্রগতি সরণি দিয়ে হাফিজুল ভ‍্যান চালিয়ে যাওয়ার সময় গুলিতে নিহত হন। পরে পরিবারের সদস্যরা হাফিজুলকে বাড্ডার বরকতপুর মোল্লা কবরস্থানে দাফন করেন।


এ ঘটনায় নিহতের পরিবার পরদিন ২১ জুলাই বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা (নম্বর ৬)। আজ রবিবার আদালতের নির্দেশে তেজগাঁও রাজস্ব সার্কেলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আছিফ উদ্দিন মিয়ার উপস্থিতিতে কবর থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। এরপর মরদেহের সুরতহাল তৈরি করেন।


পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে রিপোর্ট পেলে হাফিজুলের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


তিনি আরো বলেন, নিহত হাফিজুলের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রাম। তার পিতা আবু বক্কর সিকদার। সবশেষ বাড্ডা রূপনগরের ১৮৮৬ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন তিনি।


বিবার্তা/বুলবুল/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com