
রাজধানীর ধানমন্ডি ১৫নম্বর রোডের একটি বাসায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে একেএম আব্দুর রশিদ (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ধানমন্ডি -১৫ পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় বাসার ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ৪টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতালে ভাড়াটিয়া সাইদুর রহমান বাধন বলেন, একেএম আব্দুল রশিদ ওই বাসার মালিক। আব্দুর রশিদ ও তার স্ত্রী যুক্তরাজ্য প্রবাসী। গত সেপ্টেম্বরে দেশে আসেন তারা। রাতে হঠাৎ ডাক চিৎকারে ঘুম ভাঙে। পরে তাদের রুমে গিয়ে দেখি আব্দুর রশিদ রক্তাক্ত অবস্থায় পরে আছে। এবং তার স্ত্রী মাথায় পানি ঢালছে। তাৎক্ষনিক তাকে স্থানীয় ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়া আসলে মারা যান।
বাধন আরও জানান, তারা স্বামী-স্ত্রী দুজনে চিকিৎসক। যুক্তরাজ্যে বসবাস করেন। প্রতি বছর সেপ্টেম্বর মাসে দেশে আসেন এবং ডিসেম্বর চলে যান। ধারণা করা হচ্ছে, ডাকাতি করতে এসেছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ধানমন্ডি থেকে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির বুকে, মুখে ছুরিকাঘাতের চিহ্ন আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিবার্তা/বুলবুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]