
রাজধানীর চকবাজারের বকশিবাজার আলিয়া মাদ্রাসার মাঠের পাশ থেকে অজ্ঞাতনামা (৫০) বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে চকবাজার থানা পুলিশ।
৯ নভেম্বর, শনিবার দুপুর দেড়টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা চকবাজার থানার উপর পরিদর্শক (এসআই) শওকত হোসেন জানান, আমরা লোক মারফত খবর পেয়ে বকশিবাজার নবকুমার ইনস্টিটিউটে বিপরীত আলিয়া মাদ্রাসার মাঠের কর্নার থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ওই নারীকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরও বলেন, আমরা আশেপাশের লোকজনদের সাথে কথা বলে জানতে পারি, এই নারী ওই এলাকায় ঘোরাফেরা করতেন এবং ওই মাঠের কর্নারে ঘুমাতেন। তবে ৪-৫ দিন ধরে কোথাও ঘোরাফেরা করতে দেখেনি ওই নারীকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থ জনিত কারণেই ওই নারীর মৃত্যু হয়েছে। (সিআইডির) ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হয়তো তার পরিচয় জানা যেতে পারে।
বিবার্তা/বুলবুল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]