
রাজধানীর মিরপুরের আবাসিক হোটেল থেকে অচেতন অবস্থায় ঢামেকে আনা আকবর আলী মন্ডল (৩৮) নামের ভারতীয় যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) দিনগত রাত সোয়া ৩টার দিকে ওই যুবক অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে তার বন্ধুরা ঢাকা মেডিকেলে নিয়ে আসে। পরে ভোর সারে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মৃত যুবককে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু ফারজু মন্ডল জানান, আমরা ভারতের আদিবাসী। গত ৮ নভেম্বর আমরা ৬ বন্ধু মিলে ভারত থেকে বাংলাদেশে ভ্রমণে আসি। ঢাকার মিরপুর ১০নং রোজ হ্যাপেন আবাসিক হোটেলে আমরা অবস্থান করি। এদিন মধ্যরাতে মৃত আকবর হঠাৎ চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু বলে জানান।
তিনি আরও বলেন, আমাদের বাড়ি মুর্শিদাবাদ জেলার, ডোমকল থানার কাটা কোপরা গ্রাম, মৃত আকবর আলী মন্ডলের পিতা আমিরউদ্দিন মন্ডল।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, মিরপুর আবাসিক হোটেল থেকে একজন ভারতীয় নাগরিক এক যুবকে অসুস্থ অবস্থায় ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিবার্তা/বুলবুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]