কামরাঙ্গীচরে মোবাইল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ১৮:০৩
কামরাঙ্গীচরে মোবাইল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর কামরাঙ্গীচরের নবীনগর এলাকার একটি ভবনে মোবাইল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচতলার উপর থেকে নিচে পড়ে নূর হোসেন নূরা (২৩) বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন।


২ নভেম্বর, শনিবার ভোর সারে ৫টার দিকে এই ঘটনা ঘটে।


পরে থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষ করে। ময়নাতদন্তের জন্য দুপুরের দিকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন জানান, আমরা খবর পেয়ে কামরাঙ্গীরচর নবীনগর এলাকার ৫ তলা বাড়ির সামনে রাস্তায় এক যুবককে পড়ে থাকতে দেখি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।


তিনি আরো বলেন, আমরা স্থানীয়দের মুখে জানতে পারি ওই যুবক ওই বাড়ির পাঁচ তলার বারান্দায় গ্রিল বেয়ে চুরির জন্য উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লোক মারফত খবর পেয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।


নিহতের বাবা মোহাম্মদ বাবু মিয়া জানান, আমার ছেলে আগে নিউমার্কেটে ফুটে ব্যবসা করতো। পরে এলাকার খারাপ ছেলেদের সঙ্গে চলাচল করতো। এরপর থেকে বাজে লাইনে চলে যায়। আমরা শুনেছি রাতে তিন বন্ধু মিলে একটি ভবনে চুরি করতে গিয়েছিল। ওই ভবনের উপর থেকে পড়ে আমার ছেলে মারা যায়। এ ঘটনায় পুলিশ আরও দুই জনকে আটক করেছে।


তিনি আরো বলেন, আমাদের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানা এলাকায়। বর্তমানে,কামরাঙ্গীরচর ঝাউচর বড়মসজিদ গলি এলাকায় সপরিবারে বসবাস করি।


বিবার্তা/বুলবুল/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com