
রাজধানীর শ্যামপুরে নীল বিল্ডিংয়ে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দুই যুবকসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের অবজারভেশনের রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
২৯ অক্টোবর, মঙ্গলবার দিনগত রাত তিনটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পরে তিনজনকে দগ্ধ অবস্থায় ভোর পৌনে পাঁচটার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন- মোহাম্মদ জামাল (৫০), ৭৫ শতাংশ দগ্ধ; মোহাম্মদ জামিল (২৪), ৫৫ শতাংশ দগ্ধ; মোহাম্মদ তুষার (৩৫), ১০০ শতাংশ দগ্ধ।
তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা দিপু রহমান জানান, দগ্ধরা তিনজন শ্যামপুর নীল বিল্ডিং এর সাত তলায় একটি রুমে থাকতেন। রাতে গ্যাস লাইটার দিয়ে সিগারেট ধরানোর সময় হঠাৎ ঘরে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। এতে তিনজন দগ্ধ হন। পরে আমরা চিকিৎসার জন্য তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।
ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার তরিকুল ইসলাম জানান, শ্যামপুর থেকে গ্যাসের আগুনে তিনজন দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটে এসেছেন। তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে অবজারভেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। পরবর্তীতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিওতে) নেওয়া হবে।
তিনি আরো জানান, যেহেতু তাদের দগ্ধের পরিমাণ অনেক বেশি এবং এনহেলিশন বার্ন রয়েছে, তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবার্তা/বুলবুল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]