কোটাবিরোধী আন্দোলনে রেসিডেনসিয়াল কলেজের ছাত্র নিহত
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ১৯:৫৫
কোটাবিরোধী আন্দোলনে রেসিডেনসিয়াল কলেজের ছাত্র নিহত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর ধানমন্ডিতে কোটাবিরোধী আন্দোলনকারী ও পুলিশের সাথে সংঘর্ষে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছে। তার নাম ফারহান ফাইয়াজ (১৭)।


১৮ জুলাই, বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিটি হাসপাতালের সহকারী ব্যবস্থাপক ওসমান গণি।


তিনি বলেন, ফারহানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এখন পর্যন্ত অনেকেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এখনো আহতরা হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসছেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ধানমন্ডি ২৭ নম্বর সড়ক অবরোধ করলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পরে পুলিশ ও কোটাবিরোধীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।


বিবার্তা/রোমেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com