মানবতাবিরোধী মামলার আসামি ইরাদত মোল্ল্যা গ্রেফতার
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ১২:০৭
মানবতাবিরোধী মামলার আসামি ইরাদত মোল্ল্যা গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ইরাদত মোল্ল্যা ওরফে ইরাদতকে (৮৫) গ্রেফতার করেছে র‌্যাব।


শুক্রবার (১৮ আগস্ট) সকালে র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য জানান।


তিনি জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুন্ঠন, অপহরণের মতো বিভিন্ন যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০২১ সালের একটি মামলা রয়েছে। পরবর্তীতে মামলাটির তদন্ত চলাকালে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।


এরপর থেকেই সে নিজ এলাকা ছেড়ে যশোরের কোতয়ালী এলাকায় আত্মগোপনে চলে যায়। র‌্যাব-৩ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com