শিরোনাম
ঝালকাঠিতে লোকনাথ ব্রহ্মচারীর আর্বিভাব উৎসব শুরু
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৯
ঝালকাঠিতে লোকনাথ ব্রহ্মচারীর আর্বিভাব উৎসব শুরু
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝালকাঠিতে শুরু হয়েছে চার দিনব্যাপী 'শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ২৮৮তম আবির্ভাব উৎসব'। এ উপলক্ষে মঙ্গলবার সকালে স্থানীয় মন্দির চত্বরে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।


উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান ও পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি অ্যাডভোকেট নির্মল চন্দ্র দে তরণী।


চার দিনব্যাপী অনুষ্ঠান মালায় রয়েছে- নগর কীর্তন, মঙ্গল শোভাযাত্রা, পূজা অর্চণা, ধর্মীয় আলোচনা, দেশবাসীর মঙ্গল কামনায় প্রদীপ প্রজ্জ্বলন ও বিশেষ প্রার্থনা, শ্রীমদ্ভাগবত পাঠ, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ, অসহায় শিুশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ, বিশেষ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক, ধর্মীয় সংগীতানুষ্ঠান ও বাবার মহা প্রসাদ বিতরণ।


শহরের শ্রী শ্রী শীতলাখোলা ও লোকনাথ সেবা সংঘ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ২৮৮তম আর্বিভাব তিথি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।


বিবার্তা/আমিনুল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com