শিরোনাম
নৌকায় দিলে শান্তি ও উন্নয়ন পাবেন : তোফায়েল
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০১৮, ২১:২২
নৌকায় দিলে শান্তি ও উন্নয়ন পাবেন : তোফায়েল
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সবাইকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দেবেন। দেশে শান্তি ও উন্নয়ন পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে আরো উন্নয়ন হবে।


মঙ্গলবার বিকেলে সদর আসনের (ভোলা-১) রাজাপুর ইউনিয়নের শান্তির হাট বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এ কথা বলেন।


তোফায়েল আহমেদ বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই গ্রামে মানুষের ঘরে ঘরে আজকে বিদ্যুৎ গেছে ও রাস্তা পাঁকা হয়েছে। নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা পেয়েছে ভোলাসহ অনেকে এলাকা। গ্রামের অসহায় মানুষের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ নানান সুবিধা দিচ্ছেন শেখ হাসিনা।


তিনি বলেন, আগামীতে আবার সরকার গঠন করতে পারলে প্রত্যেকটা গ্রাম হবে শহর। গ্রামে বসেই মানুষ শহরের সকল সুজোগ সুবিধা ভোগ করবে। তাই আমরা স্লোগান দিয়েছি, আমার গ্রাম-আমার শহর।


ভোলাকে সিঙ্গাপুরের আদলে গড়ে তোলা হবে জানিয়ে তোফায়েল বলেন, ভোলায় প্রচুর গ্যাস রয়েছে। এই গ্যাস দিয়ে এখানে শিল্পায়ন হবে। বিদ্যূৎ কেন্দ্র হবে। বেকারদের কর্মসংস্থানের পথ সৃষ্টি হবে। ভোলা-বরিশাল সেতু হবে। ভোলা হবে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা।


জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সভায় বক্তব্য দেন।পরে তিনি ইলিশা ইউনিয়নে অপর এক পথসভায় বক্তব্য দেন।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com