কুষ্টিয়ার ৪টি আসনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের মহাবিজয় হয়েছে। এরমধ্যে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে আওয়ামী লীগ প্রার্থী আ ক ম সরওয়ার জাহান বাদশা ২ লাখ ৭৬ হাজার ৯৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির রেজা আহমেদ বাচ্চু মোল্লা পেয়েছেন ৩৪২০ভোট।
দৌলতপুর সহকারী রিটার্নিং অফিসার অফিসার শারমিন আক্তার বেরসরকারিভাবে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন।
কুষ্টিয়া-২ (ভেড়ামার-মিরপুর) আসনে নৌকা প্রতীকের মাহাজোট প্রার্থী জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ২ লাখ ৮২ হাজার ৬২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের ঐক্যফ্রন্ট প্রার্থী বিজেপি’র আহসান হাবীব লিংকন পেয়েছেন ৩৫ হাজার ৭৫১ ভোট।
কুষ্টিয়া-৩ সদর আসনে নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ পেয়েছেন ২ লাখ ৯৬ হাজার ৫৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির জাকির হোসেন সরকার পেয়েছেন ১৪ হাজার ৩৭৯ ভোট।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের নৌকা প্রতীকের আওয়ামী লীগ দলীয় প্রার্থী সেলিম আলতাফ জজ ২ লাখ ৭৮ হাজার ৮৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি পেয়েছেন ১২ হাজার ৩১৯ ভোট।
বিবার্তা/শরীফুল/কাফী
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]