শিরোনাম
কলাপাড়ায় নৌকার মিছিলে হামলা, মামলা, গ্রেফতার ৫
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০১৮, ১৬:৪৭
কলাপাড়ায় নৌকার মিছিলে হামলা, মামলা, গ্রেফতার ৫
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পটুয়াখালীর কলাপাড়ায় নৌকার মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এছাড়া, আওয়ামী লীগের স্থানীয় নির্বাচনী অফিসে বঙ্গবন্ধুর ছবিসহ আসবাবপত্র ভাংচুর করার খবরও পাওয়া গেছে। এসব হামলায় কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছেন।


শুক্রবার রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর নামক এলাকায় ঘটনা ঘটে। এ ঘটনায় ৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪০/৫০ জনকে আসামি করে কলাপাড়া থানায় মামলা হয়েছে।


পুলিশ রাতেই মিলন (৪৫) হাসান (২২) কাদের (৩০) মোকছেদ (৪০) ও মাসুম খান (৩৭) নামের পাঁচ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে মাসুম খান অসুস্থ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।


পুলিশ জানায়, শুক্রবার রাতে নৌকার মার্কার সমর্থনে একটি মিছিল বের হলে বিএনপির কিছু সমর্থকরা ওই মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করে। এছাড়া স্থানীয় একটি আওয়ামী লীগ অফিসে 'জয় বাংলা যুব সংঘ ক্লাব'র আসবাবপত্র ও মোটরসাইকেল ভাংচুর করা হয়।


কলাপাড়া থানার ওসি মো.মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় নাসির হাওলাদার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


বিবার্তা/উত্তম/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com