শিরোনাম
কলাপাড়ায় জাপার প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৭
কলাপাড়ায় জাপার প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পটুয়াখালী-৪ (কলাপাড়া রাঙ্গাবলী) আসনের জাপার প্রার্থী মো. আনোয়ার হোসেন প্রার্থিতা প্রত্যাহার করে নৌকা প্রতীকের ভোট চাইলেন।


বুধবার সন্ধ্যায় উপজেলার ধূলাসার ইউনিয়নের আলহাজ্ব জালাল উদ্দিন কলেজ মাঠের এক সুধী সমাবেশে আনুষ্ঠানিক ভাবে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। এর আগে জাপা নেতা মো. আনোয়ার হোসেন শতাধিক নেতাকর্মী নিয়ে সভায় যোগ দেন। এছাড়া একই দিন বিএনপির অর্ধশতাধিক নেতা কর্মী আওয়ামী লীগে যোগদান করেন।


কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, নৌকার প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মুহিব, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, ইউপি চেয়ারম্যান আব্দুল সালাম শিকদার, হুমায়ন কবির, কুয়াকাটা খানাবাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিএস সাইফুর রহমান প্রমুখ।


‘উন্নয়নের মডেল মহিপুর, কুয়াকাটা পর্যটন কেন্দ্র ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এ সুধী সমাবেশে আওয়ামী লীগ প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান বলেন, কলাপাড়ার উন্নয়নে আজ গোটা নির্বাচনী এলাকার মানুষ ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রীর আন্তরিকতায় বরিশাল বিভাগে কলাপাড়া এখন উন্নয়নের রোল মডেল। এ আসনে নৌকা বিজয়ী হলে ভবিষ্যতে কলাপাড়া জেলায় উন্নীত হবে। তাই নির্বাচনী এলাকার মানুষ আজ একজোট হয়ে নৌকাকে বিজয়ী করবেন।


এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কলাপাড়া উপজেলা সভাপতি আমজাদ হোসেন হাওলাদার, অওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক নিহার রঞ্জন মিল্টন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মুরসালিন আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, ধুলাস্বার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল জলিল আকন, সিআইপি মাসুদর রহমানসহ কয়েক হাজার নেতা কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।


বিবার্তা/উত্তম/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com