শিরোনাম
ঝালকাঠিতে মোবাইলকোর্টে ৩ লাখ টাকা জরিমানা আদায়
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৮, ১৮:২৫
ঝালকাঠিতে মোবাইলকোর্টে ৩ লাখ টাকা জরিমানা আদায়
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝালকাঠি জেলায় গত জুলাই মাসে ৩৯টি মোবাইল কোর্টে ৮৮টি মামলা দায়ের করা হয়েছে। এতে ৯৬ জনকে দণ্ডিত করা হয়েছে। মোবাইল কোর্ট ৩ লাখ ৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে। ৩ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেয়া হয়েছে।


ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম ফরিদউদ্দিন মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভায় সোমবার এসব তথ্য জানান।


পেট্রোলিয়াম আইন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ইভটিজিং বিরোধী অভিযান, পণ্য নিয়ন্ত্রণ আইন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, টাউট আইন, করাতকল আইন, পাবলিক পরীক্ষাসমুহ অপরাধ আইন, মৎস্য সংরক্ষণ আইন, মোটরযান অধ্যাদেশ, আভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, নিরাপত খাদ্য আইন, ড্রাগ আইন, প্রকাশ্য জুয়া আইন ইত্যাদি বিষয়ের ওপরে অভিযানে ভ্রাম্যমান আদালত এসব দণ্ড ও খণ্ডকালীন সাজা দেয়া হয়।


বিবার্তা/আমিনুল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com