শিরোনাম
বরিশালে দক্ষিণবাংলা গ্রন্থ উৎসব
প্রকাশ : ২০ জুলাই ২০১৮, ২০:৩৩
বরিশালে দক্ষিণবাংলা গ্রন্থ উৎসব
বরিশাল ব্যুরো
প্রিন্ট অ-অ+

প্রায় দেড়শ লেখক, সাহিত্যিক ও কবিদের নিয়ে বরিশালে অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণবাংলা গ্রন্থ উৎসব। শুক্রবার দিনভর কীর্তনখোলা নদীর তীরে দি রিভার ভিউ অডিটরিয়ামে আয়োজিত এই উৎসব যেন তাদের মিলন মেলায় পরিণত হয়।


প্রথম অধিবেশনে উৎসবের উদ্বোধন করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ অধ্যক্ষ কবি ডা. ভাস্কর সাহা। সভাপতিত্ব করেন কবি শফিক আমিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অমৃত লালদে কলেজের সাবেক অধ্যক্ষ, ছড়াকার ও কবি তপংকর চক্রবর্তী, কবি ও শিশুসাহিত্যিক খ্যাতিমান চিত্রশিল্পী এবং ভাস্কর সাইফুল্লাহ নবীন, কবি অর্ণব আশিক ও কবি আনোয়ার হোসেন বাদল।


উৎসবে লেখকরা তাদের লেখা বই নিয়ে আলোচনা করেন। ২য় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন দৈনিক মুক্ততথ্য সম্পাদক কবি শাহীন রেজা। সভাপতিত্বে করেন তোফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের অধ্যাপক কবি আসমা চৌধুরী।


উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মাসুদ আলম বাবুল, কবি আফরোজা বেগম রোজী, কবি আব্দুল গফফার খান, কবি গাজী লতিফ, কথাসাহিত্যিক মাহবুব লাভলু, কবি মুহম্মদ মুহসিন ও কবি মুস্তফা হাবীব।


বিবার্তা/আরিফ/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com