
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাসিরনগর ঈদগাহ মাঠে গিয়ে সমবেত হয়। সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী শাহনেওয়াজ চৌধুরী শাহনেওয়াজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এডঃ এ.কে.এম. কামরুজ্জামান মামুন।
বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ মোঃ আমিরুল হোসেন চকদার এবং নাসিরনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে.এম. বশির উদ্দিন তুহিন। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপি আরও শক্তিশালী হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে।এসময় আগামী নির্বাচনে ফ্যাসিস্টদের সহযোগিতায় দলের স্থান না দেওয়ার আহ্বান জানান।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]