
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সরকারি জায়গা দখল করে এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে দোকানঘর নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
স্থানীয় সূত্রে জানা যায়, জটিয়ারবাড়ি থেকে ভাঙ্গারহাট বাজার পর্যন্ত বেড়িবাঁধের বিভিন্ন স্থানে অবৈধভাবে একাধিক দোকানঘর নির্মাণ করা হয়েছে। এসব দোকান কেউ নিজেরা ব্যবসা চালাচ্ছেন, আবার কেউ ভাড়া দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন।
জটিয়ারবাড়ি গ্রামের বেড়িবাঁধ এলাকায় সরকারি জমি দখল করে মাসুদ শেখ ১৩টি, শাহাদাৎ ঘরামী ৮টি, আওলাদ হোসেন ৩টি, সেলিম গাজী ১টি, দেলোয়ার হোসেন ১টি, হাফিজ তালুকদার ১টি, ফরিদ হোসেন ১টি, বাদল গাজী ১টি, জামাল গাজী ১টি ও লায়েক মোল্লা ১টি দোকানঘর নির্মাণ করেছেন বলে স্থানীয়দের অভিযোগ।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা প্রশাসনের কাছে দখলদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান।
অভিযুক্ত আওলাদ হোসেন বলেন, আমার তিনটি দোকানের কিছু অংশ বেড়িবাঁধের জায়গায় পড়েছে। সরকার যদি জায়গা ছাড়তে বলে, আমি অবশ্যই তা ছেড়ে দেব।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম বিল্লাহ জানান, সম্প্রতি আমরা অবদারহাট, ঘাঘরবাজার ও উপজেলা সদরে সরকারি জায়গা দখলমুক্ত করেছি। এ ধরণের অভিযান নিয়মিত চলবে।
বিবার্তা/শান্ত/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]