
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির নিকট ভারতে অবৈধভাবে বসবাসরত চার বাংলাদেশী নারী পুরুষকে হস্তান্তর করেছে বিএসএফ।মহেশপুর উপজেলার বাঘাডংগা সীমান্তে তাদের হস্তান্তর করা হয়।
২০ আগস্ট, বুধবার ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ১৯ আগস্ট মঙ্গলবার বিকালে ১৯৪ বিএসএফ বাংলাদেশে আসার সময় ভারতের জোড়পাড়া নামক এলাকায় ১৯৪ বিএসএফ'র হাতে ধরা পড়েন ০৪ জন । এদের মধ্যে ২ পুরুষ, ১ জন নারী এবং একটি শিশু রয়েছে । এরা সবাই বাংলাদেশী নাগরিক । পরে ব্যক্তিদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সম্বলিত বিস্তারিত বিজিবি'কে প্রেরণ করে। ৫৮ বিজিবির যাচাই বাছাইয়ের পর সীমান্ত পিলার ৬০/২৯-আর (পিলার) এর নিকট শূন্য লাইন বরাবর কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় । সেসময়, বিএসএফ এর নিকট থেকে ৪ জনকে গ্রহন করা হয়।
তাদেরকে পরবর্তীতে মহেশপুর থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান ।
বিবার্তা/রায়হান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]