
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরবময় ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী দিনাজপুরের হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্থানীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা অর্পণ করা হয়। এর পর তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একইসঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনাও করা হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সোহেল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহেদ আহমেদ ও সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/রববানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]