বাস কাউন্টার ভাঙচুর, প্রতিবাদে ময়মনসিংহ-ঢাকা বাস চলাচল বন্ধ
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ২০:০২
বাস কাউন্টার ভাঙচুর, প্রতিবাদে ময়মনসিংহ-ঢাকা বাস চলাচল বন্ধ
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহে নগরের মাসকান্দা বাস স্ট্যান্ডে টিকিন কাউন্টারে ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন পথে বাস চলাচল বন্ধ রেখেছেন মালিক-শ্রমিকরা। প্রায় চার ঘণ্টা ধরে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।


১৯ আগস্ট, মঙ্গলবার দুপুরে নগরের ঢাকা বাস স্ট্যান্ডের কাউন্টারে একদল লোক এ হামলা চালিয়েছে বলে জানান ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।


এ ঘটনার পর দুপুর ১টা থেকে ঢাকা-ময়মনসিংহ, ময়মনসিংহ থেকে শেরপুর, নেত্রকোণা, হালুয়াঘাট, ধোবাউড়া, পূর্বধলা, কিশোরগঞ্জসহ বৃহত্তর ময়মনসিংহে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানান জেলা মটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম।


তিনি বলেন, “আমি ঢাকা থেকে ময়মনসিংহে ফিরছি। গফরগাঁও আসতেই একজন ফোন করে মাসকান্দার ঢাকা বাস কাউন্টার ভাঙচুর ও লুটপাটের কথা জানায়। তবে কি কারণে, কে বা কারা ভাঙচুর ও লুটপাট করেছে এখনো জানা যায়নি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত বলতে পারব।”


নাম প্রকাশ না করা শর্তে মাসকান্দা বাস কাউন্টারের এক কর্মী বলেন, দুপুরের দিকে হঠাৎ একদল লোক মোটরসাইকেলে এসে দেশি অস্ত্র নিয়ে বাস কাউন্টারে হামলা চালায়। তারা কাউন্টার ও ভেতরে ভাঙচুর চালায়। এ সময় কাউন্টার থেকে টাকা লুটপাটেরও ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ‘ইউনাইটেড বাস’ সার্ভিসের টিকিট কাউন্টারটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। বন্ধ করে দিয়ে বাসটির টিকেট কাউন্টার। কাউন্টারটি বন্ধ করে দেওয়াতে ভোগান্তিতে পয়েছে কয়েকশ যাত্রী। যাত্রীরা অগ্রিম টিকেট করেও গন্তব্যে যেতে পারছেন না।


এভাবে বাস কাউন্টার ভেঙে ফেলা ও বাস চলাচল বন্ধ করে দেওয়ায় নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছাতে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।


ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, গত বছরের ৫ অগাস্টের আগে যারা বাসস্ট্যান্ড নিয়ন্ত্রণ করতো এখনও তারা করছে, এমন অভিযোগে অজ্ঞাতরা ভাঙচুর চালিয়েছে। যার কারণে বাস চলাচল বন্ধ রয়েছে।


বিষয়টি নিয়ে বাস মালিক সমিতির নেতা এবং ঢাকায় কথা বলে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com