
দিনাজপুরের হাকিমপুর হিলিতে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে বিএনপির বিজয় র্যালির সংবাদ সংগ্রহের সময় ধাক্কা দিয়ে দৈনিক সময়ের আলো পত্রিকার হিলি প্রতিনিধি ও হিলি প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানীকে বের করে দেয় এবং সংবাদ সংগ্রহে বাঁধা দিয়েছেন হাকিমপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম।
৫ আগস্ট, মঙ্গলবার বিকেল ৪টার দিকে হিলি চারমাথা মোড়ে নিউজ সংগ্রহ করতে গেলে তার সাথে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সাংবাদিকরা।
ভুক্তভোগী সাংবাদিক গোলাম রব্বানী বলেন,আজ বিকেলে আমার সহকর্মীদের সাথে হাকিমপুর হিলি চারমাথা মোড়ে বিএনপির সংবাদ সংগ্রহ করতে যায়। এসময় ফুটেজ নিতে গেলে বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম আমাকে ধাক্কা দিতে দিতে বাহিরে নিয়ে এসে প্রাণনাশের হুমকি দেয় এবং বলে তুই কেন এখানে? এখান থেকে চলে যা। আমি এবিষয়ে সুষ্ঠ বিচার দাবি করছি সংশ্লিষ্টদের কাছে। এ বিষয়ে হাকিমপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এবিষয়ে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, আমি এ বিষয়ে অবগত না। তবে আপনার মাধ্যমে জানলাম। বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
বিবার্তা/রববানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]