
ঝিনাইদহের কালীগঞ্জে সাপের কামড়ে হাসিবুল হাসান জনি (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। মৃত হাসিবুল হাসান জনি উপজেলার মোল্লাকুয়া গ্রামের মৃত ইউছুপ আলীর ছেলে। তিনি ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতে মোহরার হিসেবে কাজ করতেন।
মৃতের প্রতিবেশি স্কুল শিক্ষক আব্দুস ছালাম জানান, সোমবার দিবাগত রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন জনি। ঘুমের মধ্যে বিষধর সাপে তার কানে দংশন করে। এসময় টের পেয়ে পার্শ্ববর্তী গ্রাম সুবিতপুরে এক ওঝার কাছে নিয়ে তাকে ঝাড়ফুক করে পরিবারের লোকজন। বাড়িতে ফিরে এসে জনি আরো অসুস্থ হয়ে পড়লে ভোর সাড়ে ৫টায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্বজনরা। এসময় প্রাথমিক চিকিৎসা শেষে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সকাল ৭টার দিকে ওই যুবক মারা যান।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশির কুমার সানা জানান, রাতে ডাক্তার আব্দুল্লাহ আল মামুন দ্বায়িত্বে ছিলেন। তবে, রোগীর অবস্থা শেষ পর্যায়ে পৌছালে পরিবার তাকে হাসপাতালে এনেছিলেন। হাসপাতালে আনার পর রোগীকে এন্টিভেনম দেওয়া হয়। কিন্তু রোগীর অবস্থা খারাপ থাকায় যশোর ২৫০ শয্যা হাসপতালে রেফার্ড করা হয়। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।
মৃত হাসিবুলের স্বজনরা জানান, পারিবারিক ভাবে মঙ্গলবার বিকালে তার দাফন সম্পন্ন করা হবে।
বিবার্তা/রায়হান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]