এনসিপি নেতাদের সঙ্গে পিটার হাসের ‘বৈঠকের খবরে’ বিএনপির বিক্ষোভ
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৭:৪৩
এনসিপি নেতাদের সঙ্গে পিটার হাসের ‘বৈঠকের খবরে’ বিএনপির বিক্ষোভ
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপির শীর্ষ নেতারা বৈঠক করছেন এমন খবর পেয়ে কক্সবাজারের একটি হোটেলের সামনে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা।


৫ আগস্ট, মঙ্গলবার বিকাল ৩টার দিকে ইনানীর হোটেল ইনানীর ‘সীপার্ল রিসোর্ট এন্ড স্পা’ হোটেলের (হোটেল রয়্যাল টিউলিপ নামে পরিচিত) সামনে শতাধিক নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা যায়।


বিক্ষোভে জেলা যুবদলের সদস্য রফিকুল হুদা চৌধুরী বলেন, “এখানে কেন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে? আমরা কোনো বিদেশি প্রভুর কাছে বিক্রি হতে দেব না। আমরা সন্দিহান। এখানে তাদের বৈঠক আমাদের বিক্ষুব্ধ করেছে।”


রফিকুল আরও বলেন, “আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করেছি শুধু। এখান থেকে আমরা বলতে চাই, বাংলাদেশের ভাগ্য এদেশের জনগণ ভোটের মাধ্যমে নির্ধারণ করবে।”


উখিয়া উপজেলা বিএনপির সদস্য সেলিম সিরাজী বলেন, “এখানে নির্বাচন বানচালের চক্রান্ত হচ্ছে বলে আমরা মনে করি। বিদেশিদের সঙ্গে গোপন বৈঠক করে দেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা এসব হতে দেব না।”


কক্সবাজার এয়ারপোর্টে কর্মরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মী জানান, বেলা ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপি নেতারা কক্সবাজারে পৌঁছান। এরপর তারা গাড়িতে করে বিমানবন্দর থেকে বেরিয়ে যান।


তাদের মধ্যে রয়েছেন- এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, তার স্ত্রী এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী।


সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে ইনানীর পাঁচ তারকা মানের ওই হোটেলে এনসিপি নেতাদের নিয়ে যায় একটি নোয়া মাইক্রোবাস। গাড়িটির চালক নুরুল আমিন জানান, বিমানবন্দরের গেইট থেকে বের হয়ে এনসিপি নেতারা তার গাড়ি ভাড়া করেন। ইনানীর সীপার্ল হোটেলে নামিয়ে দিয়ে তিনি আবার চলে আসেন।


নুরুল আমিন বলেন, “আমি হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম আর নাসীরুদ্দীন পাটওয়ারীকে চিনতে পেরেছি। তাদের সঙ্গে দুইজন নারী ছিলেন, একজনকে চিনি, টিভিতে দেখেছি। প্রথমে মাস্ক পরা ছিলো, তাই বুঝি নাই, পরে নামিয়ে দেওয়ার সময় চিনতে পারছিলাম।”


বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভির খবরে বলা হয়, “কক্সবাজারে একটি হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। এতে অংশ নিয়েছেন দলের নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসিরউদ্দীন পাটোয়ারী, তাসনিম জারা প্রমুখ।”


এ বিষয়ে যোগাযোগ করা হলে এনসিপি নেতা খালেদ সাইফুল্লাহ বলেন, “এটা সম্পূর্ণ ভুয়া খবর। আমরা এখানে পিটার হাস কিংবা অন্য কারো সাথে কোন মিটিং করিনি। এমনকি পিটার হাসের সঙ্গে আমাদের দেখাও হয়নি। আমরা কয়েকজন এখানে ঘুরতে এসেছি।”


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com