পদযাত্রায় টায়ার্ড, একটু সাগরপাড়ে ঘুরতে এসেছি : নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৭:৩৬
পদযাত্রায় টায়ার্ড, একটু সাগরপাড়ে ঘুরতে এসেছি : নাসীরুদ্দীন পাটওয়ারী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের বৈঠকের গুঞ্জন বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে, এ খবরকে ভিত্তিহীন দাবি করে এনসিপি নেতারা বলছেন, তারা কোনো বৈঠকে অংশ নিতে যাননি, তারা কক্সবাজারে অবকাশ যাপন করছেন।


এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন বলেছেন, পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি গুজব। আমাদের কেন্দ্রীয় নেতারা সেখানে ঘুরতে গেছেন।


একই সুরে কথা বলেছেন এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীও। তিনি বিবিসি বাংলাকে বলেন, ‘কারো সঙ্গে দেখা করতে নয়, হুট করে ঘুরতে আসছিলাম। পদযাত্রা করে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। জাস্ট একটু সাগর পাড়ে আসছি। বাট এখানে এসে হোটেলে চেক ইন করে মাত্র বসছি, এর মধ্যেই এই নিউজ দেখছি।’


তিনি আরও বলেন, ‘এখানে আইসা শুনছি যে পিটার হাসের সঙ্গে নাকি আমরা দেখা করতে আসছি। এ রকম হলে তো আমরা ঢাকাতেই দেখা করতে পারতাম। যদি দেখা করার ইচ্ছা থাকত। এটা টোটালি একটা গুজব-মিস ইনফরমেশন। এ ধরনের কোনো কিছুই নেই। এটা মিডিয়া প্রোপাগান্ডা।’


এ প্রসঙ্গে পাটওয়ারী বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারির দাওয়াত কার্ড এসেছে। অ্যাজ ফার আই নো, দলের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি দল সেখানে যাবে। প্রত্যেকটি দল থেকে একটা ছোট ছোট প্রতিনিধি দল যাচ্ছে, আমাদেরও তাই।’


এর আগে, সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে খবর আসতে থাকে এই মুহূর্তে কক্সবাজারে অবস্থান করছেন পিটার হাস। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতা তার সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে গেছেন। কক্সবাজারের একটি হোটেলে তারা বৈঠক করবেন।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com