
নানা কর্মসূচির মধ্যদিয়ে নরসিংদীতে পালিত হয়েছে জুলাই অভ্যুত্থান দিবস।
৫ আগস্ট, মঙ্গলবার সকাল ৮টায় নরসিংদীর চিনিশপুরস্থ জেলার প্রথম শহিদ তাহমিদ ভুইয়ার কবরে ফুলের শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে কার্যক্রম শুরু করে জেলা প্রশাসন।
প্রথমে জেলা প্রশাসনের পক্ষে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান, সিভিল সার্জন ডাঃসৈয়দ আমিরুল হক শামীম ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরপর শ্রদ্ধা নিবেদন করে জুলাই শহিদ তাহমিদের বাবা রফিকুল ইসলাম।
জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং জুলাই শহিদ পরিবারের সদস্য ও সম্মুখ সারির যোদ্ধাদের সম্মিলন আয়োজন করা হয়েছে। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী, দেয়ালিকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
এদিকে জুলাই অভ্যুত্থান পালন করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের শোভাযাত্রা, যুগ্ন মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের শোভাযাত্রাসহ বিএনপি ও সগযোগী সংগঠন দিনব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করেছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন স্বৈরশাসক শেখ হাসিনা। এর আগে জুলাই ব্যাপী আন্দোলনে নরসিংদীতে ২২জন শিক্ষার্থী-যুবক-জনতার আত্মহুতির মধ্যদিয়ে অর্জিত হয় জুলাই অভুত্থ্যান।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]