সিংড়ায় জামায়াত-বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১৪:৪২
সিংড়ায় জামায়াত-বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের চক কালিকাপুর গ্রামে জামায়াতে ইসলামী ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।


সোমবার (২১ জুলাই) রাত ৯ টার দিকে ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।


আহত জামায়াতে ইসলামীর সমর্থকরা হলেন, উপজেলা চামারি ইউনিয়নের চক কালিকাপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি নাজমুল (৩৫), সেক্রেটারি জাহিদুল ইসলাম, ফরিদ ফর্দু (৪৫) স্বপন (৩০), সাগর (২৫), এসময় ওই গ্রামের স্বপনের মেয়ে ১০ বছর বয়সী শিশু সুমাইয়া খাতুন আহত হয়। তার হাতের একটি আঙুল ধারালো অস্ত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে।


অপরদিকে আহত বিএনপি সমর্থকরা হলেন, চক কালিকাপুর গ্রামের আব্দুল সরদারের ছেলে হাবিল (৩৫), কাবিল (৪৫), কাউসার (২৫), কোরবান।


এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়সমাবেশ উপলক্ষ্যে ৫নং ওয়ার্ড জামায়াত সভাপতি মো. নাজমুল কয়েকজন নেতাকর্মী ও সাধারণ মানুষকে নিয়ে ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নেন। এ নিয়ে বিএনপি সমর্থক হাবিল, কাবিল, কাউসাররা ক্ষুব্ধ হন। সমাবেশ থেকে ফেরার পর চক কালিকাপুর গ্রামের ভেজালের মোড় এলাকায় জামায়াতের সভাপতি নাজমুল ও সেক্রেটারি জাহিদুল ইসলামের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। বিএনপি সমর্থকরা লোহার রড, হাতুড়ি ও হাসুয়া দিয়ে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়।


সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।


বিবার্তা/রাজু /এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com