
সুন্দরবনের টাইগার ভারানি খাল থেকে ৩ বস্তুা হরিণ শিকারের ফাঁদসহ ১ টি ট্রলার জব্দ করেছে বনবিভাগ।
২০ জুলাই, রবিবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব এ তথ্য নিশ্চিত করে জানান, গতদিন শনিবার বিকালের দিকে কটকা অভয়ারণ্য কেন্দ্রের সঙ্গীয় স্টাফদের সহ বিশেষ সংবাদের প্রেক্ষিতে কটকা-কচিখালি সীমানার টাইগার ভারানির খাল থেকে ট্রলার আসতে দেখে বনরক্ষীরা।
এ সময় ট্রলাটিকে থামতে নির্দেশনা দেওয়া মাত্রই ট্রলারে থাকা হরিণ শিকারিরা নদীতে লাফিয়ে পড়ে বনের ভিতর পালিয়ে যায়। পরে বনরক্ষীরা হরিণ শিকারি চক্রের সদস্যদের বনের গহীনে খোঁজাখুজি করেন। কিন্তু রাত গভীর ও অন্ধকার হওয়ায় তাদেরকে ধরা যায়নি। এরপর ট্রলার তল্লাশি করে বরফসহ বড় ৩ বস্তা হরিণ শিকারের ফাঁদ (৮০ কেজি) সহ অন্যান্য মালামাল জব্দ করে কটকা অভয়ারণ্য কেন্দ্রে ফেরত আসেন। পরবর্তীতে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান বন কর্মকর্তা।
বিবার্তা/জাহিদ/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]