তালায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১৫:৩১
তালায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ
তালা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তালা শিল্পকলা একাডেমি হল রুমে শনিবার (১৯ জুলাই) সকালেপারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি-এর আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।


২০২২ ও ২০২৩ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডের মধ্যে সেরা ৪০ শিক্ষার্থীর মাঝে পুরস্কার হিসেবে সনদপত্র, ক্রেস্ট ও অর্থ প্রদান করা হয়।


উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপা রানী সরকার।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান। মাধ্যমিক শিক্ষা অফিসারে একাডেমিক সুপারভাইজার প্রভাস চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মুহাঃ আবুল খায়ের ও সহকারী পরিদর্শক মোঃ সাগর আলী।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাটকেলঘাটা হারুন অর রশিদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফুর, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, প্রভাষক গাজী আছাদুজ্জামান, অভিভাবক শেখ শরীফ হাসান জাবিদ, কৃতি শিক্ষার্থীদের মধ্যে তাছনিন সুলতানা বৃষ্টি এবং বিলাল হুসাইন প্রমুখ।


উক্ত প্রকল্পের আওতায় মাধ্যমিক পর্যায়ে সেরা শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়।


বিবার্তা/সেলিম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com