তালায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ২২:০৩
তালায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের রহিমাবাদ গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় জনসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১৮ জুলাই) বিকালে তালার নুরুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপা রানী সরকার এবং সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি বলেন, রহিমাবাদ গ্রামকে আদর্শ গ্রামের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে। উন্নয়ন কার্যক্রমে প্রশাসনের পাশাপাশি জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করা হবে।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল এবং আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন কাদের।


এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, তালা থানার ওসি মো. মাইনউদ্দিন, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাবেক আমির মুহাদ্দিস রবিউল ইসলাম,জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, জালালপুর ইউপি চেয়ারম্যান মফিজুল হক লিটু, তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, তালা প্রেসক্লাব সভাপতি এম এ হাকিম, উপজেলা জামায়াত আমির মাওঃ মফিদুল্লাহ, বিএনপির উপজেলা যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুবদল নেতা সাইদুর রহমান সাঈদ, যুব জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান রেন্টু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল কাদের প্রমুখ।


সভা শুরুর আগে জেলা প্রশাসক বিদ্যালয় মাঠে একটি হরতকি গাছের চারা রোপণ করেন, যা সবুজায়নের প্রতীক হিসেবে দৃষ্টিগোচর হয়।


বক্তারা রহিমাবাদকে একটি পরিচ্ছন্ন, উন্নত ও পরিবেশবান্ধব আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের উপর জোর দেন।


বিবার্তা/সেলিম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com