
গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র মোংলা উপজেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে মোংলা পৌর মার্কেটের সামনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান একইসাথে তারা বলেন, “গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ না নেয়, তবে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলও জানান নেতাকর্মীরা।
এসময় এনসিপি বাগেরহাট জেলা সদস্য মোঃ আবুহাসান, মোংলা উপজেলা প্রধান সমন্বয়ক মাজেদ মৃদা, উপজেলা সহ-সমন্বয়ক আব্দুল্লাহ মেরুন, এনসিপি'র উপজেলা সদস্য ফয়সাল আহম্মেদ, আব্দুল্লাহ শেখ, সোহেল হোসেন, ইব্রাহিম সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/জাহিদ/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]