
বৈষম্যবিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও গুলিবর্ষণের মামলায় মো. ইলিয়াস মোল্লা মিঠু (৫০) নামে এক কৃষক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ মে) ভোরে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের বড় নুরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইলিয়াস মোল্লা মিঠু শহীদওহাবপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও বড় নুরপুর গ্রামের মৃত আব্দুল আজিজ মোল্লার ছেলে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, গত ৫ আগস্ট দুপুরে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২ সেপ্টেম্বর শিক্ষার্থী জিসান খান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলায় তদন্তে পাওয়া আসামি হিসেবে শহীদওহাবপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইলিয়াস মোল্লা মিঠুকে মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে বড় নুরপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]