লামায় এ্যাডভোকেসী এন্ড নেটওয়ার্কি ফোরাম সভা
প্রকাশ : ২০ মে ২০২৫, ২৩:১৬
লামায় এ্যাডভোকেসী এন্ড নেটওয়ার্কি ফোরাম সভা
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবান জেলার লামা উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী এন্ড নেটওয়ার্কিং ফোরাম’র ত্রৈ-মাসিক সভা মঙ্গলবার (২০ মে) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।


বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ’র সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় প্রকল্পের উপজেলা কার্যালয়ে ফোরামের সেক্রেটারী হ্যাপি মার্মার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুকুমার দেওয়ান, নুরাবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ সরোয়ার, প্রকল্পের মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরা ও ফোরামের সদস্যগণ উপস্থিত ছিলেন।


প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীদের সরকারি বেসকারি সুযোগ- সুবিধা আদায়, পরিবেশ রক্ষায় ভূমিকা রাখা, সামাজিক উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ ও সচেতনতা বৃদ্ধি, এলাকায় বিরাজিত সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের জন্য উপায় খুঁজে করতে অনুষ্ঠিত হয় এ সভা।


উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুকুমার দেওয়ান বর্ষাকালীন জৈবিক পদ্ধতিতে শাক-সবজি, ধান চাষ ও জলবায়ু সহনশীল চাষাবাদ, প্রধান শিক্ষক জাহেদ সরোয়ার শিশুর শিক্ষা, জন্ম-মৃত্যু সনদ সংগ্রহের প্রক্রিয়া, প্রকল্পের পরিবেশ রক্ষায় চলমান কার্যক্রম, ফোরাম সভার লক্ষ্য, উদ্দেশ্য এবং ত্যাগ ও সেবা অভিযান-২০২৫ আলোকে বিস্তারিত তুলে ধরেন জেভার্স ত্রিপুরা।


বিবার্তা/আরমান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com