
সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ” পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে। পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায়। পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২০ মে, মঙ্গলবার দিনব্যাপী সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর তালুকদার এর সভাপতিত্বে ও উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রিফাদ হোসেনের সঞ্চালনায় কর্মশালাটি উদ্ভোধন করেন, উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) লিজা রিছিল। এতে প্রশিক্ষক ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জেলা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, জেলা বীজ প্রত্যয়ন অফিসার আ: হামিদ ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপজেলা পাট পরিদর্শক মোহাম্মদ আওরংগযেব আতা প্রমুখ। এতে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা হতে ৭৫ জন পাট চাষী প্রশিক্ষণ নেন।
প্রশিক্ষণে বক্তরা বলেন, পাটের সুদিন ফিরিয়ে আনতে পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য পাট চাষীদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হয়। পাটচাষে কৃষকদের আগ্রহ বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোচনা হয়।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]