
নড়াইলের কালিয়া থানায় ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি রাব্বি শেখ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব ভাটিয়াপাড়া ক্যাম্প ও কালিয়া থানা পুলিশ।
সোমবার (১৯মে) বিকালে কালিয়া উপজেলার পোল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাব্বি শেখ খড়রিয়া গ্রামের ইমরান শেখের ছেলে।
পুলিশ ও মামলা সূত্র জানা গেছে, ভুক্তভোগী তরুণীর সঙ্গে মামলার প্রধান আসামি রাব্বি শেখের মোবাইল ফোনে পরিচয় হয়। এর কিছুদিন পরে সে ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৮এপ্রিল রাতে একই উপজেলার খড়রিয়া গ্রামে রাব্বির বন্ধু শাহিন রহমানের বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে তরুণীর মা ধর্ষণের বিষয় জানতে পেরে গত ২০ এপ্রিল রাব্বি শেখ এবং শাহিন রহমানের বিরুদ্ধে কালিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার (২০মে) দুপুরে বলেন, র্যাব-৬ ও থানা পুলিশ সোমবার বিকালে অভিযান চালিয়ে আসামি রাব্বি শেখকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার দুপুরে আসামি কে দালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]