
ফরিদপুরের বোয়ালমারীতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কাজী মিজানুর রহমান (৫৫) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ মে) বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর উপজেলার চতুল ইউনিয়নের আরাজী বারখাদিয়া গ্রামের মৃত আব্দুর রহমান কাজীর ছেলে এবং ৪নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের আরাজী বারখাদিয়া গ্রামের কাজী মিজানুর রহমান মঙ্গলবার বেলা ১১টার দিকে নিজ মালিকানাধীন গাছে আম পাড়তে ওঠেন। এ সময় ডাল ভেঙে নিচে পড়ে গেলে মারাত্মক আহত হয় তিনি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের ডাক্তার সাবরিনা হক রুম্পা বলেন, কাজী মিজানুর রহমানকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, আম গাছের উপর থেকেই স্টক করে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চতুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিবার্তা/মিলু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]