
কুষ্টিয়ার মিরপুরে ডাম্প ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষে একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
২০ মে, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর উপজেলার যোগিপোল এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকার ময়েন উদ্দিন বিশ্বাসের ছেলে আহসান হাবিব তুষার (৪০) ও একই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি (৩৯)। নিহত দু’জন একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আহত প্রশান্ত হালদার (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের চর দামুকদিয়া গ্রামের বলাই হালদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া শহর থেকে মোটরসাইকেল নিয়ে মিরপুরের দিকে যাচ্ছিলেন তুষার ও রাব্বি। যোগিপোল এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তুষার ও রাব্বি রাস্তায় ছিটকে পড়লে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। এ সময় তাদের পেছনে থাকা অপর একটি মোটরসাইকেল ধাক্কা লাগলে মোটরসাইকেলে থাকা প্রশান্ত নামে ওই যুবক রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা গুরুতর আহত তুষার, রাব্বি ও প্রশান্তকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তুষার ও রাব্বির মৃত্যু হয়।
হাসপাতালে চিকিৎসাধীন আহত প্রশান্ত হালদার বলেন, আমার মোটরসাইকেল পেছনে ছিল। ট্রাকের সাথে সামনের মোটরসাইকেলের সংঘর্ষ হলে আমার মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। তখন আমিও রাস্তায় ছিটকে পড়ি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) নাসিম রেজা নীলু বলেন, ঘটনা শোনার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলে লাগা আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুনে মোটরসাইকেলটি পুড়ে গেছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, জানতে পেরেছি দুইজন মারা গেছেন। ঘটনাস্থল থেকে ডাম্প ট্রাক জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
বিবার্তা/শরীফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]