সারাদেশ
সিংড়ায় পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ : ১৩ মে ২০২৫, ১৪:৫৬
সিংড়ায় পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়ায় প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার কংগ্রেস দিনব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৩ মে) উপজেলা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সিংড়া উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদফতরের হাবিবুর ইসলাম খান।


উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ বলেন, কৃষি সপ্রসারণ বিভাগ সকল কৃষককে নিবন্ধনের আওতায় আনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে উপজেলায় ৩৫টি কৃষক পার্টনার স্কুল হয়েছে। এতে ২৫জন করে কৃষক পার্টনার কংগ্রেস সদস্য করা হয়।


এ সময় উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মাহমুদুল হাসান, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা শরিফুল ইসলাম, সিংড়া মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মাদ রবিন খানসহ কৃষক - কৃষানিরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/রাজু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com