সারাদেশ
মোহাম্মদপুরে সাড়াশি অভিযানে গ্রেফতার ৬
প্রকাশ : ১৩ মে ২০২৫, ১৪:০৯
মোহাম্মদপুরে সাড়াশি অভিযানে গ্রেফতার ৬
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মোহাম্মদপুরে দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ছয়জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।


মঙ্গলবার (১৩ মে) ডিএমপির এক প্রেসি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।


গ্রেফতাররা হলো- ইবনুল নাবিদ (৩৮), আকাশ (২২), হেলাল (২২), গোলজা (২৬), আব্বাস আলী (৩২) ও আরমান (৪০)।


মেহেদী হাসান বলেন, সোমবার দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে মোহাম্মদপুরের বিভিন্ন পয়েন্ট থেকে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে দ্রুত বিচার আইনের মামলায় দুইজন, দস্যুতার চেষ্টা মামলায় দুইজন, নারী ও শিশু আইনে একজন ও জিআর পরোয়ানাভুক্ত একজন আসামি রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com