
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত অঞ্চলে সম্ভাব্য ঝুঁকি এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জেলার আখাউড়া ও বিজয়নগর উপজেলার ৩১ কিলোমিটার সীমান্তজুড়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা টহল জোরদার করেছেন। বিশেষ করে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে চলছে টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
রবিবার (১২ মে) সকালে সরেজমিনে আখাউড়ার ফকিরমোড়া ও আব্দুল্লাহপুর সীমান্ত এলাকা ঘুরে দেখা গেছে, বিজিবির দলবদ্ধ টহল কার্যক্রম চলছে টানা। সীমান্তের ১৫০ গজের ভেতরে কাউকে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে এবং স্থানীয়দের দেওয়া হয়েছে সতর্কতামূলক নির্দেশনা।
সীমান্তবর্তী গ্রামবাসীদের সঙ্গে নিয়মিত সচেতনতামূলক সভাও করছে বিজিবি। স্থানীয়দের সহযোগিতায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ।
কুড়িপাইকা গ্রামের বাসিন্দা রুবেল আহমেদ বলেন, দেশের অন্যান্য সীমান্তে পুশইনের খবর শুনে ভয় পেয়েছিলাম, তবে এখন সীমান্তে বিজিবির টহল অনেক বেড়েছে—আমরা নিরাপদ অনুভব করছি।
বাউতলা গ্রামের আসিফ মিয়া জানান, আমাদের সীমান্ত দিয়ে এখনো কোনো পুশইন হয়নি। তবে রাতের বেলা যেন চোরাচালান না হয়, সেই দিকে নজর আরও বাড়ানো দরকার।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় এখন পর্যন্ত কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। তবুও সীমান্তে বিজিবির টহল আগের তুলনায় বহুগুণ বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালান রোধেও আমরা সম্পূর্ণ তৎপর আছি।
তিনি আরও বলেন, সীমান্তবর্তী মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে। যেকোনো সন্দেহজনক চলাফেরা দেখলে বিজিবিকে তাৎক্ষণিক জানানোর অনুরোধ করছি।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]