
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম (২২) নামে এক মাদক কারবারী যুবককে আটক করেছে।
১১ মে, রোববার রাতে উপজেলার আবাদপুকুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে রাতেই মাদক মামলা রুজু করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান, মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আবাদপুকুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বগুড়ার আদমদীঘি উপজেলার সিংগাহার গ্রামের আব্দুল জব্বারের ছেলে আশরাফুল ইসলামকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটক আশরাফুলের বিরুদ্ধে রাতেই মাদক মামলা রুজু করে সোমবার (১২ মে) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/সাহাজুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]