
মানিকগঞ্জের সিংগাইরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বাছের (৫৫) নামের এক পথচারি নিহত হয়েছে।
রবিবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে পৌরসভার কাশিমনগর এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাছের বলধারা ইউনিয়নের বড় বাকা গ্রামের মৃত. অশোক আলীর ছেলে ।
স্থানীয় সূত্রে জানা যায়, হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের পৌরসভার কাশিমনগর ব্রীজের পূর্ব পাশ দিয়ে বাছের পায়ে হেটে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে নম্বরবিহীন একটি মোটরসাইকেল পিছন থেকে ধাক্কা দেয়। এতে ওই পথচারি গুরুতর আহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা ৩ জনও রাস্তায় ছিটকে পরে আহত হন। স্থানীয়রা আহত সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বাছেরকে মৃত ঘোষনা করেন।
মোটরসাইকেল চালক রানাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল আরোহী বলধারা ইউনিয়নের গাড়াদিয়া নয়াপাড়া গ্রামের তমিজউদ্দিনের ছেলে রাইসুল ইসলাম (১৯) ও একই এলাকার রাজ্জাকের ছেলে বাচ্চু মিয়াকে (১৭) পুলিশ হেফাজতে নেয়া হয়।
সিংগাইর থানার ওসি জে.ও.এম. তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
বিবার্তা/হাবিব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]