
মাদারীপুর জেলা যুবলীগ সভাপতি নার্গিস আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১০ মে) ভোরে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
উত্তরা গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হেলালউদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, নার্গিস আক্তার সরকারবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাকে উত্তরার ৪ নম্বর রোডের তিন নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে নার্গিস আক্তারকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নার্গিস আক্তার মাদারীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]