ফেনীতে ইউপি চেয়ারম্যানসহ ১৬ জন গ্রেফতার
প্রকাশ : ০৯ মে ২০২৫, ২২:১০
ফেনীতে ইউপি চেয়ারম্যানসহ ১৬ জন গ্রেফতার
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ফেনীতে এক সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৯ মে, শুক্রবার দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্রহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন ফেনী থানার ওসি।


জানাগেছে, গত বৃহস্পতিবার ভোরে ফেনী কলেজরোডে জেলা আওয়ামীলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। এরই প্রতিবাদে ছাত্রদল, ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


তাদের দাবির প্রেক্ষিতে পুলিশ সুপারের নির্দেশে শুক্রবার দিনব্যাপী অভিযান চালায় জেলার ৬ থানা পুলিশ। অভিযানে ফেনী সদরে ৬ জন, দাগনভুুঞায় ৪ জন, সোনাগাজীতে ২ জন, পরশুরামে ৩ জন ও ছাগলনাইয়ায় ১ জনকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন, দাগনভুুঞা উপজেলা আ'লীগের সভাপতি ও রামনগর ইউপির সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন, ইয়াকুব ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক আবদুস ছাত্তার, ইউপি সদস্য মো. সোহেল, ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম, ফেনী সদর উপজেলার সহদেবপুর এলাকার শামছুদ্দিনের ছেলে শিব্বির আহমেদ, সাহাবুদ্দিনের ছেলে আমজাদ হোসেন টিপু, মোলেছুর রহমানের ছেলে মো. সুমন, রামপুরের আবদুল মালেকের ছেলে নুরুজ্জামান, বারাহীপুরের মুকবুল আহমদের ছেলে জাকির হোসেন মনসুর, মাহবুবুল হকের ছেলে ওমর সাদিক, সোনাগাজীর আবুল কাশেমের ছেলে সাইদুল হক, আবদুল মান্নানের ছেলে নুরুল আবছার, পরশুরামের আমিনুর রহমানের ছেলে নুরুল আবছার ও আবুল কালাম, শামীউল হকের ছেলে সাকায়াত আলম এবং ছাগলনাইয়ার দেলোয়ার হোসেনের ছেলে নাদিম হোসেন।


ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান বলেন, ধৃতদের বিরুদ্ধে ছাত্রআন্দোলনে হতাহতের ঘটনায় ফেনী থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com