
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাটিবাহী ট্রলির চাপায় প্রণয় সরকার (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া মেলার মাঠের সামনে জামালপুর-কোলারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রণয় সরকার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের পরিতোষ সরকারের ছেলে। তিনি রাজবাড়ী সরকারি কলেজ থেকে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
নিহতের ভাই প্রদীপ সরকার জানান, আজ প্রণয়ের কাকা রমা প্রসাদের বিয়ের বৌভাতের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের জন্য প্লাস্টিকের ওয়ানটাইম গ্লাস আনতে তিনি মোটরসাইকেলে করে বাড়ি থেকে জামালপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় জামালপুর-কোলারহাট সড়কের নলিয়া মেলার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান প্রণয়। তার আকস্মিক মৃত্যুতে বিয়ে বাড়ির উৎসব মুহূর্তেই পরিণত হয় শোকে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক চালক ট্রলি নিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]