
রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন পরিষদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শুক্রবার (৯ মে) ভোর ৫টার দিকে ইউনিয়ন পরিষদের ভেতরে আগুন দেখতে পান স্থানীয়রা।
ফায়ারসার্ভিসের ৪টি ইউনিটে সহায়তায় নিয়ন্ত্রণে এসেছে আগুন। ফায়ার সার্ভিস আসতে আসতে পুড়ে যায় ইউনিয়ন পরিষদের মূল্যবান জিনিসপত্র।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সনাজ মিয়া বলেন, ভোর ৫টা ১৩ মিনিটে আমরা খানগঞ্জ ইউনিয়ন পরিষদের অগ্নিকাণ্ডের সংবাদ পাই। সঙ্গে সঙ্গে আমরা স্টেশন থেকে রওনা দিয়ে ভোর ৫টা ৩৪ মিনিটে পৌঁছায়। রাজবাড়ী থেকে দুইটি ইউনিট ও কালুখালী থেকে দুইটি ইউনিটসহ মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পাঁচ মিনিটের প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে পরিষদের মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বোঝা যাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফুর রহমান বলেন, আমি ঘটনাস্থলে যাইনি। তবে যতটুকু শুনেছি পরিষদের কম্পিউটার রুমের অবশিষ্ট কিছুই নেই।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েই রাজবাড়ীর স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাজহারুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারিয়া হক, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]