দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ইজিবাইকের ধাক্কা, নিহত ২
প্রকাশ : ০৩ মে ২০২৫, ১৬:০৪
দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ইজিবাইকের ধাক্কা, নিহত ২
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝালকাঠিতে দাঁড়িয়ে থাকা অটোরিকশায় দ্রুতগতির ইজিবাইকের (থ্রিহুইলার) ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পাঁচজন।


শনিবার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ঝালকাঠি-পটুয়াখালি মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চামটা কৃষ্ণনগর গ্রামের প্রয়াত ইঙ্গুল হাওলাদারে ছেলে মো. হাসেম হাওলাদার (৭০) ও একই উপজেলার ফলাঘর গ্রামের ইসতাক আলীর ছেলে মোহাম্মদ শামীম (৪০)।


প্রত্যক্ষদর্শীরা জানান, নলছিটির পশ্চিম দপদপিয়া বায়তুল মোকাররম জামে মসজিদ কমপ্লেক্সের সামনে বরিশাল-পটুয়াখালী হাইওয়ে রাস্তার ওপর একটি অটোরিকশা দাঁড়িয়ে ছিল। অপরদিকে পটুয়াখালী দিক থেকে বরিশালগামী যাত্রীবাহী একটি ইজিবাইক দ্রুতগতিতে রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই অটোরিকশার পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা এবং এর চালক ছিটকে খাদে পড়ে যায়।


এ সময় ইজিবাইকের সব যাত্রী মারাত্মক জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুজন মারা যান। দুর্ঘটনার পরই চালক পালিয়ে গেলেও ইজিবাইকটি পুলিশ হেফাজতে রয়েছে।


নলছিটি থানার ওসি মো. আবদুস ছালাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com