বোয়ালমারীতে
ধর্ষণচেষ্টা মামলার বাদীকে জীবননাশের হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১৬:৪৮
ধর্ষণচেষ্টা মামলার বাদীকে জীবননাশের হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার প্রত্যন্ত এক গ্রামের তিন সন্তানের জননী এবং ধর্ষণচেষ্টার মামলার বাদীকে জীবননাশের হুমকি ও ষড়যন্ত্রকারীদের লোক দেখানো মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে স্থানীয় সাপ্তাহিক বোয়ালমারী বার্তা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে নির্যাতিত নারী বলেন, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের পঁচামাগুরা গ্রামের মো. মোশারফ মোল্যার ছেলে মো. আকাশ মোল্যা (২৬) দীর্ঘদিন ধরে আমাকে উত্যক্ত করছিলো এবং কুপ্রস্তাব দিচ্ছিলো। বিষয়টি এর আগে আকাশ মোল্যার বাবা-মাকে জানালেও কোন সমাধান হয় নাই। গত ১০ এপ্রিল রাত সাড়ে ১১ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে আমাকে আগে থেকে ওঁত পেতে থাকা আকাশ মোল্যা জাপটে ধরে শ্লীলতাহানি ঘটায় ও ধর্ষণের চেষ্টা করে। পরে আমার শোরচিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসে। এ ঘটনা জানাজানি করলে আমার তিন সন্তানকে খুন করা হবে বলে হুমকি দিয়ে আকাশ পালিয়ে যায়।


তিনি আরো বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে আকাশ মোল্যা ও তার বাবা-মা পরদিন সকাল সাড়ে ১০টার দিকে আমার শ্বশুর বাড়ি গিয়ে লাঠি দিয়ে পিটিয়ে আমার পরিবারের সদস্যদের জখম করে। পরে আমি ও আমার শ্বাশুড়ি বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহন করি।


ওই নারী সংবাদ সম্মেলনে আরো বলেন, এ ঘটনায় গত ১৫ এপ্রিল আমি বাদী হয়ে বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৪)(খ)/১০ তৎসহ ৫০৬(২) পেনাল কোড ১৮৬০ ধারায় মামলা করেছি। পরবর্তীতে গত ১৯ এপ্রিল আমার স্বামী অভিযুক্ত আকাশ মোল্যা, তার বাবা মোশারেফ মোল্যা, মা চম্পা বেগম এবং জনৈক আল আমিন মোল্যার নামোল্লেখ করে বোয়ালমারী থানায় সাধারণ ডায়েরি করেছে। মামলা ও ডায়েরি করার পর থেকে আসামীরা আমাদের জীবননাশের হুমকি দিচ্ছেন। গত ২৪ এপ্রিল আসামীরা আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগে ষড়যন্ত্রকারীরা লোক দেখানো মানববন্ধন করেছে। আমরা এ ঘটনায় নিরাপত্তাহীনতাবোধ করছি। আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তারা।


বিবার্তা/মিলু/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com