ইন্দুরকানীতে অধ্যক্ষের দুর্নীতির অভিযোগে ছেলে ও স্ত্রী কারাগারে
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১৮:৩৯
ইন্দুরকানীতে অধ্যক্ষের দুর্নীতির অভিযোগে ছেলে ও স্ত্রী কারাগারে
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের ইন্দুরকানীতে অধ্যক্ষের দুর্নীতির অভিযোগে ছেলে ও স্ত্রী কারাগারে।


ইন্দুরকানী সরকারি কলেজের মরহুম অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান শিকদারের স্ত্রী শাহিনারা বেগম ও ছেলে মোঃ রাকিবকে সোমবার (২১ এপ্রিল) গভীর রাতে ইন্দুরকানী থানা পুলিশ গ্রেফতার করেন।


জানা যায়, অধ্যক্ষ মনিরুজ্জামান কলেজে কর্মরত থাকাকালিন ঝলকাঠি জেলার সাজেদা বেগমকে প্রভাষক পদে চাকুরি দেওয়ার কথা বলে ৭লক্ষ ১৮হাজার টাকা নেন। পরবর্তীতে সাজেদা বেগমকে নিয়োগ দেওয়া হয়নি এবং টাকা ফেরত দেয়নি। অধ্যক্ষ মারা যাওয়ার পরে সাজেদা বেগম তার পরিবারের সাথে যোগাযোগ করে ফয়সালা না পেয়ে ঝালকাঠি কোর্টে অধ্যক্ষের স্ত্রী ও ছেলের নামে একটি প্রতারণা মামলা করেন। উক্ত তাদেরকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়।


মরহুম অধ্যক্ষের ছেলে রাকিব জানায়, আমার বাবা জীবিত থাকাকালিন উক্ত সাজেদা বেগমকে ৫লক্ষ টাকা ফেরত দিয়েছেন, আমাদের কাছে রশিদ আছে। আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছেন ।


বিবার্তা/শামীম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com