ফেনীতে অবৈধ ভারতীয় শাড়িসহ যুবক আটক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ২০:৪৯
ফেনীতে অবৈধ ভারতীয় শাড়িসহ যুবক আটক
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীতে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়িসহ এক চোরাকারবারিকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব-৭।


১৭ এপ্রিল, বৃহষ্পতিবার সকালে শহরের শহীদুল্লাহ কায়সার সড়কে একটি লেগুনা গাড়িতে অভিযান চালিয়ে এ শাড়িগুলো উদ্ধার করা হয়। চোরাইকাজে ব্যবহৃত লেগুনা গাড়িটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহষ্পতিবার শহীদ শহীদউল্লাহ কায়সার সড়কে সন্দেহজনক একটি লেগুনা গাড়িতে তল্লাশি করা হয়। গাড়িতে থাকা ৫টি বস্তার ভিতর থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। যার বাজারমুল্য প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা। এসময় চোরাকারবারিতে জড়িত এক যুবককে গ্রেফতার ও লেগুনা গাড়িটি জব্দ করা হয়। গ্রেফতার যুবকের নাম ইমাম হোসেন (৪২)। সে জেলার পূর্ব ছাগলনাইয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।


র‍্যাব-৭, ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লীডার সাদেকুল ইসলাম বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামি ও জব্দকৃত মালামালসহ ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/মনির/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com